ইউটিউব কমিউনিটি গাইডলাইন ৩ (Hateful Content)
Hateful Content হল সেই ধরনের বক্তব্য যার দ্বারা কোন
একটা জাতি, ধর্ম বা কোন একটি দেশের প্রতি ঘৃণা প্রকাশ বা ব্যাঙ্গ করা
বুঝায়। অথবা কোন একজন ব্যক্তি আপনার বক্তব্যে কষ্ট পায় এমন Content আপলোড করা যাবে না।
YouTube সবসময় মুক্ত চিন্তা বা
মুক্ত বক্তব্য বিশ্বাস করে কিন্তু তারপরও Hateful Content আপলোড করার অনুমতি দেয় না। কারন ইউটিউবে অনেক
ধর্মের বা বিভিন্ন জাতি, গোষ্ঠির লোকজন এই কমিউনিটিতে আছে ।
No comments